Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় ট্রলারডুবি: এখনো খোঁজ মিলেনি ২০ শ্রমিকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ৪র্থ দিনেও মিলেনি ২০ শ্রমিকের সন্ধান ও ট্রলার চিহ্নিত করতে পারেননি উদ্ধারকারীরা। আগের দিন গুলোর মতো আজও উদ্ধারকাজ চলছে ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-বাহিনীর ডুবুরি দল ও স্থানীয় প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালিয়ে ব্যর্থ হয়।

এর আগে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চর ঝাপটায় মালবাহী জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটিবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির প্রথম দিন কোনো উদ্ধারকাজ পরিচালনা করা হয়নি। তবে বুধবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উদ্ধারকাজ শুরু ট্রলার ও শ্রমিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারকাজ সম্পর্কে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক জানান, বেঁচে যাওয়া শ্রমিকরা ঘটনাস্থল সঠিকভাবে দেখাতে পারছেন না। যেখানে দেখানো হচ্ছে, সেখানে সন্ধান চালিয়ে খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মুন্সিগঞ্জ ডুবুরি ইউনিটের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, ‘বিআইডাব্লিউটিএ’র সোনার বীম একটি স্থানে পানির নিচে বাল্কহেডের একটি অংশ দেখতে পায়। কিন্তু নির্দিষ্টভাবে কোন এলাকায় এটি অবস্থান করছে, তা শনাক্ত করতে পারেনি। 

Bootstrap Image Preview