Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রবিবার বাংলাদেশ আসছেন কোইকা প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং চার দিনের সফরে ঢাকায় আসছেন রবিবার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে কোইকা প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাবেন। ১৯৯৩ সালে কোইকা বাংলাদেশে কার্যক্রম শুরুর পর এই প্রথম সংস্থাটির কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন।

কূটনৈতিক সূত্র থেকে আরো জানা যায়, কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র থেকে জানা যায়, কোইকা প্রেসিডেন্ট লি মি-খ্যাং ঢাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। 

উল্লেখ্য, ১৯৯৩ সালে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কোইকার বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে।

Bootstrap Image Preview