Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজিতপুরে বিনোধ গোস্বামীর আশ্রমে 'পৌষ সংক্রান্তি' পালিত 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর মাছিমপুর দাসপাড়া গ্রামের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরেও এই মেলার আয়োজন করা হয়েছে।

পূজা অর্চনার পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়ে থাকে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ঐতিহ্যের সমাহারে চলে নানান আয়োজন, খেলনা দোকান, কসমেটিকস ও খাবারের দোকান মেলায় বাড়তি আনন্দ যোগ হয়। এই দিনে মেলায় বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকে পৌষ মেলা উদযাপন কমিটি।

মেলা উপলক্ষ্যে প্রতিবছরই মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মিলবন্ধন সৃষ্টির অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বলে জানান, পৌষ মেলা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত চন্দ্র দাস। 

মেলায় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা পালন ও আগত দর্শনার্থীর জন্য যেন কোন রকম সমস্যা না হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গ্রামীণ ঐতিহ্য আর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে দেশের মানুষ আগের থেকে এখন অনেক এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সাংবাদিক বিজন কুমার দাস।  

পৌষ মেলায় দিনব্যাপী অনুষ্ঠান ও বিতরণ করা হয় নানান রকমের প্রসাদ যেমন- খিচুড়ি, মিষ্টান্ন, বাতাসা ও মিষ্টি জাতীয় বিভিন্ন ফলমূল অন্যতম। এছাড়াও বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ ছিল দর্শনার্থী। মেলায় আগত ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ও সন্তুষ্টি প্রকাশ করেন আগত দর্শনার্থীরা।

'মকর সংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে।

১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে বিনোধ গোস্বামীর আশ্রমে এই মেলা স্থানীয় মানুষদের জন্য অসাম্প্রদায়িক চেতনা ও মানুষে মানুষে সম্প্রীতি বন্ধনে এক মহা ঐক্যের স্পন্দন বলে মনে করছেন, মেলা উদযাপন কমিটির সদস্য তরুণ সংগঠক ও সমাজ কর্মী পল্লব কুমার দাস।  
 

Bootstrap Image Preview