Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহনাজ ভূষিত হচ্ছেন ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ পদকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:০৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুই সন্তানের পড়া লেখা চালিয়ে যাবার জন্যে অর্থের জোগান দিতে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উবার ও পাঠাওয়ে রাইড করে আলোচিত সেই শাহনাজের হাতে সেরা মা পদক তুলে দেবে দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম ‘এ আর কিডস মিডিয়া’।

কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী জানান, খারাপ পথে না গিয়ে কষ্টের জীবনযুদ্ধ করে যেসব মা শিরোনাম হয়েছেন গণমাধ্যমে! তাদের মধ্যে ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ এর পদক।

শুধু তাই নয়, আসছে বাবা দিবসে ‘কিডস মিডিয়া সেরা বাবা-২০১৯’ পদকও দেয়া হবে বলে নিশ্চিত করেন দক্ষিণ এশীয় অঞ্চলের কিডস মিডিয়া প্রধান। যা কিছুদিনের মধ্যেই কিডস মিডিয়ার নতুন কার্যালয়ে এই পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে।

কিডস মিডিয়া পরিচালক রওশন চেতনা বলেন, সন্তানদের জন্য প্রতিটি মা-বাবাই কষ্ট করেন তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তবুও তাদের মধ্যে থেকে গণমাধ্যমে আলোচিত হয়েছেন এমন বাবা-মাকে প্রতিবছর পদক তুলে দেব।

সংগ্রামী নারী শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই জন্ম তার। বাবা নেই, মা আর বোনেরা আছেন। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। তার সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

Bootstrap Image Preview