Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে চরপার্বতী এস সি উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চরপার্বতী এস সি উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী শিক্ষক মরহুম এ.বি.এম আব্দুল কুদ্দুস (মরণোত্তর), হারান চন্দ্র মজুমদার, মাওলানা আবু বকরকে তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা পদক প্রদান করা হয়।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি মোঃ মনিরুজ্জমানের সভাপতিত্বে  ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম টিপু'র সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ কামাল পারভেজ, চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, ডাঃ এ.এন.এম মনিরুজ্জমান, ডাঃ আফম আব্দুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এ.কে.এম রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন- কদমতোলা প্রাঃ বিদ্যালয় সভাপতি আবদুল হালিম, প্রাক্তন ছাত্র ইকবাল হোসেন, মুসলিম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল কাদের মির্জা তার বক্তব্যে বলেন, যে সমাজ গুণীজনকে সম্মান করে না, সে সমাজ উন্নত হয় না। শিক্ষকতা মহান পেশা। অধিকাংশ শিক্ষকরা  সৎ এবং গুণী। আমিও একজন শিক্ষকের সন্তান। আমার বাবা ছিলেন একজন শিক্ষক।সৎ শিক্ষকরা খুব কষ্ট করে জীবন যাপন করে তা আমি খুব কাছ থেকে দেখেছি।প্রত্যেক শিক্ষককে আমি খুব সম্মান করি।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মা বাবার ইচ্ছে তোমরা অনেক বড় হবে। আমিও প্রত্যাশা করি, ভালো পড়ালেখার মাধ্যমে তোমরা সমাজের মুখ উজ্জল করবে, দেশের মুখ উজ্জল করবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ শিক্ষকদের মুখ উজ্জল করবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তান মাদক, ইভটিজিংয়ের সাথে জড়িত হচ্ছে কিনা নজর দিবেন। 

Bootstrap Image Preview