Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল পত্নীতলা উপজেলায় যাচ্ছেন খাদ্যমন্ত্রী

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলায় আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি।

বাংলাদেশে সরকারের খাদ্য মন্ত্রাণালয়ের মন্ত্রীর দপ্তরের এক সূত্রে যানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি জানুয়ারি মাসের ১৫ তারিখ হতে ১৯ তারিখ পর্যন্ত নওগাঁ জেলা সফর করবেন। তার ধারাবাহিকতায় আগামীকাল ১৮ জানুয়ারি (শুক্রবার) নওগাঁর পত্নীতলা উপজেলায় আসবেন মন্ত্রী।

যানা যায়, মন্ত্রী ঔই দিন সকাল ৯টায় নওগাঁ সার্কিট হাউজ থেকে পত্নীতলা উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনের উদ্দেশে যাত্রা শুরু করবের, সকাল ১০টায় পত্নীতলা উপস্থিতি এবং উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করবেন। 

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করবেন। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে যে ধরনের প্রস্ততি নেওয়া দরকার সবই আমরা গ্রহণ করেছি।

এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃংখলার ব্যাপারে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। আরো বলেন, উপজেলার খাদ্য গুদাম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে উপজেলার বিভিন্ন প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে কড়া পুলিশি চেকপোষ্ট। অঞ্চলজুরে পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইসশৃংখলা বাহিনির সদস্য মোতায়েন থাকবে।  

Bootstrap Image Preview