Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধিকার ও অস্তিত্ব রক্ষায় জাগো উখিয়ার ১০ দফা

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:২৭ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:২৭ AM

bdmorning Image Preview


রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের অধিকার ও অস্তিত্ব রক্ষায় ১০ দফা দাবিতে জেলা প্রশাসক কামাল হোসেনের হাতে স্মারকলিপি দিয়েছে জাগো উখিয়া নামের একটি সংগঠন।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক কামাল হোসেন হাতে তরুণ আইনজীবী শফিউল করিম মিঠুর নেতৃত্বে স্মারকলিপি তুলে দেন জাগো উখিয়ার সদস্যরা।

এ সময় জেলা প্রশাসক কামাল হোসেন তাৎক্ষিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসু-দৌজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ওসি আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, কমর উদ্দিন মুকুল, সুজন সভাপতি নুর মোহাম্মদ সিকদার প্রমুখ।

জাগো উখিয়ার পক্ষে উপস্থিত ছিলেন- তরুণ আইনজীবী শফিউল করিম মিঠু, অলি উল্লাহ্, এম. হাসান মাশহুদ তৌহিদ, ইব্রাহীম খান, সোহেল রানা, মিজানুর রহমান, সাইফুল, আরমান, রাসেল প্রমুখ।

জাগো উখিয়া দেওয়া দাবি সমূহঃ
১। ত্রাণ নয় প্রতি ঘরে ঘরে যোগ্যতা শিথিল পূর্বক শতভাগ চাকুরির নিশ্চয়তা দিতে হবে।
২। সকল আইএনজিও, এনজিওতে নিয়োগকৃত রোহিঙ্গাদের ছাটাই নিশ্চিত ও রোহিঙ্গা নিয়োগ কার্যক্রম বন্ধ চাই।
৩। প্রকল্প শেষ হওয়ার অজুহাতে কক্সবাজারের বাহিরের চাকুরিজীবীদের বহাল রেখে স্থানীয়দের ছাঁটাই করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৪। সড়ককে অধিকতর নিরাপদকরণে ভারী যান চলাচলের সময় নির্ধারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৫। স্থানীয়দের অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলায় মনিটরিং কমিটি গঠন করা।
৬। দক্ষতা অর্জনের জন্য পরিকল্পিতভাবে প্রশিক্ষণ প্রদান।
৭। রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্থ ক্ষেত্রসমূহ চিহ্নিত করে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নসহ অসচ্ছল শিক্ষার্থীদের ভাতা অথবা শিক্ষার্থীদের পার্ট টাইম চাকুরির ব্যবস্থা গ্রহণ করা।
৮। রোহিঙ্গাদের ক্যাম্পের বাহিরে অবাধ বিচরণ বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
৯। রোহিঙ্গাদের বাসস্থানের জন্য যে সব বনভূমি উজাড় করা হয়েছে তার বিপরীতে বনায়ন কর্মসূচি গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১০। প্রত্যাবাসন বিলম্ব হলে স্বার্বভৌমত্বের হুমকী ঠেকাতে লাখ লাখ রোহিঙ্গাদেরকে ঢালাও এক স্থানে না রেখে সুনির্দিষ্ট গণ্ডির ভিতর রাখার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা।

আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্থানীয়দের গণহারে ছাঁটাই বন্ধ ও ছাটাইকৃতদের পুন:বহালের পাশাপাশি বেকারদের চাকুরি নিশ্চিতের পদক্ষেপ না নিলে ২৭ জানুয়ারি উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

Bootstrap Image Preview