Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে'

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে। তাই জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিতে শিক্ষাখাতে বেশী গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শার্শা উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড মোজাফ্ফার হোসেন, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন ও বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 

Bootstrap Image Preview