Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আর বাধা নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শারীরিক অসুস্থতার কারণে দেশের বাহিরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পরেই উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো কিন্তু হাই কোর্টে রুল জারি করে এই নির্বাচন অনির্দিষ্ট কালের জন্যে স্থগিত করা হয়। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠানে আর আইনগত কোন বাধাথাকলো না। ভোটের ওপর স্থগিতাদেশ এবং রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচন এবং দুই করপোরেশনের সম্প্রসারিত ৩৬টি কাউন্সিলর পদে ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

সেই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ এবং কার্যকরিতার ওপর স্থগিতাদেশ চেয়ে গত বছরের ১৭ জানুয়ারি রিট আবেদন করেন ভাটারা ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। আবেদনে বলা হয়, মেয়র পদে নির্বাচন হতে করপোরেশনের ৭৫ শতাংশে ওয়ার্ডে কাউন্সিলর থাকা বাধ্যতামূলক।

উল্লেখ্য, নতুন ১৮টি মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা ৫৪, যাদের মধ্যে ৬৭ শতাংশ ওয়ার্ডে কাউন্সিলর থাকলেও, নেই ৩৩ শতাংশে। শুনানি শেষে এ বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। স্থগিত করেন তফসিল।

Bootstrap Image Preview