Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সাফারী পার্কে বাঘিনীর সংসারে নতুন অতিথি

গাজীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘিনীর শাবক জন্ম দিয়েছে। শাবকটি দুই মাস আগে জন্ম নিলেও নিরাপত্তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ সোমবার (১৪ জানুয়ারি) নতুন বাঘ শাবক জন্মের খবরটি প্রকাশ করে।

পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, গত ১ নভেম্বর পার্কের অভ্যন্তরে উন্মুক্ত পরিবেশে বাঘিনীটি একটি মাদী শাবক জন্ম দেয়। শাবক ও তার মায়ের নিরাপত্তার কথা চিন্তা করেই এ খবর গোপন করে রাখা হয়েছিল। এখন উভয়েই সুস্থ্য রয়েছে। শাবক নিয়মিতভাবেই তার মায়ের দুধ পান করছে। মা-সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার মাকে অতিরিক্ত খাবারও দেয়া হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানান, নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে এখন বাঘের সংখ্যা ১৩টি'তে পৌঁছেছে। গত ৮ আগষ্ট এখানেই রাণী নামের একটি বাঘিনী ৩টি শাবকের জন্ম দেয়। যার মধ্যে একটি ছিল সাদা বাঘ শাবক।

এখানের পরিবেশ ও প্রাণীদের বিশেষ ব্যবস্থাপনায় লালন-পালন করায় প্রতিনিয়ত বাচ্চা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাঘ ও সিংহের বেলায় আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রাণি সরবরাহ করা যাবে।

Bootstrap Image Preview