Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত আসনে এমপি হিসেবে ইয়াসমিনকে দেখতে চায় মুন্সীগঞ্জবাসী

আল মাসুদ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে টানা দুইবারের সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা এবং মহিলা যুব মহিলালীগের আহবায়ক হেলেনা ইয়াসমিনকে দেখতে চায় মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) এর জনগণ।

সিরাজদিখান-শ্রীনগর এই দুই  উপজেলা নিয়া গঠিত মুন্সীগঞ্জ-১ আসন। এই আসনটিতে  সিরাজদিখান উপজেলায় গত ৪৭ বছরে কোন এমপির মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি জয়লাভ করেন।

এই আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। আর সে কারণেই সিরাজদিখান শ্রীনগরবাসীর প্রাণের দাবি মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী পরিবার থেকে সংরক্ষিত মহিলা আসনে এমপি দেওয়া হোক। 

জেলা যুব মহিলালীগ যুগ্ম আহবায়ক আখি শাহিন বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের এমপি নাই, সংসদে আমাদের কথা বলার জন্য হেলেনা আপাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে পেতে চাই।

সিরাজদিখান উপজেলা যুব মহিলালীগ যুগ্ম আহবায়ক রুপা বেগম বলেন, স্বাধীনতার পর থেকে এপর্যন্ত কোন এমপি মনোনয়ন দেওয়া হয়নি । আমাদের প্রাণের দাবি সংরক্ষিত মহিলা আসনে হেলেনা আপাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

Bootstrap Image Preview