Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের কাছ থেকে বাইক বুঝে নিলেন শাহনাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীতে উবারে বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা আলোচিত সেই নারী বাইকচালক শাহনাজ আক্তার পুতুলের চুরি হওয়া স্কুটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দিয়েছে ডিসি বিপ্লব সরকার।

বুধবার (১৬ জানুয়ারি) তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাইকটি শাহনাজকে বুঝিয়ে দেন। শাহনাজ হাসিমুখে নিজের বাইকটি বুঝে নেন। এসময় শাহনাজ পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে চাকরি দেওয়ার কথা বলে রাজধানীর খামারবাড়ি থেকে স্কুটি বাইকটি নিয়ে পালিয়ে যায় জনি নামের ওই যুবক। পরে ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহনাজ। জিডি নম্বর ৯১১।

শাহানাজ তার জিডিতে উল্লেখ করেন, জনি (২৭) নামে এক পাঠাওচালকের সঙ্গে পরিচয় হলে সে তাকে (শাহনাজ আক্তার) চাকরি দেওয়ার কথা বলে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে খামারবাড়িতে চাকরির জন্য আসতে বলে। তবে চাকরির জন্য যার সাথে দেখা করানোর কথা ছিল সে আসেনি।

জনি তার (শাহনাজ আক্তার) সঙ্গে স্কুটিতে করে এয়ারপোর্টসহ বিভিন্ন স্থানে ঘুরে শেরেবাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় চা পান করতে যায়। চা পান করার একপর্যায়ে শাহনাজকে স্কুটি চালানোর বিষয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে জনি। স্কুটি চালিয়ে দেখতে চায়। শাহনাজ তাকে স্কুটির চাবি দিলে জনি স্কুটি নিয়ে চলে যায়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে রাত সাড়ে তিনটায় বাইকটি উদ্ধার করা হয়েছে। তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেনের নেতৃত্বে গত রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটি মোটরবাইকটি উদ্ধার করা হয়। এ সময় প্রতারক জনিকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview