Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কয়েকটি সংগঠন আছে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল না করে ক্ষুণ্ন করে: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর দেওয়া প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিবেদনে ঐক্যফ্রন্টের বক্তব্য প্রতিফলিত হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরের দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন,‘দেশে কয়েকটি সংগঠন আছে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়, বরং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে লিপ্ত থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এবং বলে তাদের গবেষণাপ্রসূত প্রতিবেদন।

আমরা অতীতেও দেখেছি, তারা যে গবেষণার কথা বলে সে গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়, বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে  ত্রুটিপূর্ণ, একপেশে এমনকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

Bootstrap Image Preview