Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১১:৩২ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধি ৩ (বি) ১ এর প্রদত্ব ক্ষমতাবলে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করা হয়।

এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। তবে পদের জন্য কোনো বেতন পাবেন না তিনি।

দেশের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্য গোষ্ঠী বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে সালমান এফ রহমান নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview