Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত আসনে আ' লীগের মনোনয়ন ফরম নিলেন মুন্নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন কক্সবাজারের মনোয়ারা মুন্নি।

মঙ্গলবার সকাল ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আহমেদ হোসেনের নাতনী মনোয়ারা মুন্নি কক্সবাজার আঞ্চলিক শাখার মানবাধিকার কমিশনের সভাপতি।

তিনি এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যবেক্ষক উপ কমিটির সদস্য হিসেবে কক্সবাজারের দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া মুন্নি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস্য হতে পারলে দশে ও জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানিয়ে মুন্নি বলেন, “জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে আমি মনোনয়ন প্রত্যাসী। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। মনোনিত হয়ে সংসদ সদস্য হলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশিদার হিসেবে নিজেকে কাজে লাগাতে পারবো। দেশ ও জনগণের জন্য কাজ করে যাবো।”

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, নির্বাচন কমিশন নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে। প্রতিটি ফরমের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে।

এদিকে বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

Bootstrap Image Preview