Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও ভুঁইফোর অনলাইন নিউজপোর্টাল বন্ধের হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৪:০১ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অনলাইন গণমাধ্যম আজকের ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা। এটি বন্ধ নয়, সঠিকভাবে নিয়মনীতি মেনে করতে হবে। নীতিমালা রেজিস্ট্রেশন হলে ভূঁইফোড় অনলাইন বন্ধ হবে। আমার পূর্বের মন্ত্রী তা অনেকদূর এগিয়ে নিয়েছেন, তা আমি শেষ করব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে দলীয় নেতাদের সাথে সমন্বয় করে কাজ করবো।

নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব নবম ওয়েজ বোর্ড বিষয়ে কাজ করব। বর্তমান যে ওয়েজ বোর্ড সেখানে টেলিভিশন নেই, তা অন্তর্ভুক্ত করব। ঘোষণা দিয়ে কেউ বাস্তবায়ন না করলে তাদের ধরা হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দীন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইফতেখার আজম, রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview