Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়া-টেকনাফের মানুষগুলো খুবই লক্ষী: বদির স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৫ PM

bdmorning Image Preview


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির স্ত্রী, ওই আসনের বর্তমান এমপি শাহিন আক্তার বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফের মানুষগুলো খুবই লক্ষী। তবে এই এলাকার একটি কলঙ্কিত নাম হচ্ছে ইয়াবা।

আজ সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শাহিন আক্তার।

এসময় তিনি বলেন, ইয়াবা যুব সমাজকে ধ্বংস করছে, তাই যেসব জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা দায়িত্বে রয়েছে তাদেরকে বলছি, ইয়াবা ও মানবপাচার বন্ধ করতে যা যা করার তা করার নির্দেশ দেন। এতে আমার পুরো সহযোগিতা থাকবে। পাশাপাশি এলাকায় যাতে কোনো নারী নির্যাতিত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

শাহিন আক্তার বলেন, ‘আমি টেকনাফকে ইয়াবামুক্ত করতে চাই। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলাবাহিনী ও সাধারণ জনগনকে একই সঙ্গে কাজ করতে হবে।’

সভায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইয়াবা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলাকায় কাজ চালিয়ে যাচ্ছি। কোনোভাবে টেকনাফ থেকে ইয়াবা পাচার করতে দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলাবাহিনীর উদ্দেশে বদি বলেন, ‘যদি ইয়াবা বন্ধ করতে হয়, তাহলে প্রকৃত ইয়াবার মালিক ও বহনকারীদের গ্রেপ্তার করে আইনের আত্ততায় আনতে হবে।’

Bootstrap Image Preview