Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ মায়ের সন্ধান পেতে সন্তানের কান্না

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও পৌরসভার জলেশ্বরীতলা গ্রাম থেকে চলতি বছরের গত ৭ জানুয়ারি মো: আইজুল ইসলামের মা মোছা: হনুফা (৮৩) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

আইজুল ইসলাম জানায়, নিখোঁজ হওয়ার সময় তার মায়ের পড়নে পেস রঙের শাড়ী, লাল রঙের সুইটার ও ১টি লাল সবুজ রঙের চাদর ছিল। তার গায়ের রং কালো মুখমণ্ডল লম্বা, মাথার চুল আধাপাকা, উচ্চতা আনুমানিক ৫ ফিট।

এ দিকে মা নিখোঁজ হওয়ার পর থেকে খেয়ে না খেয়ে দিন-রাত এক করে মাকে খুঁজেছেন সন্তান আইজুল ইসলাম। আত্মীস্বজন, বন্ধুবান্ধনসহ জেলার প্রায় সব জায়গায় তার মাকে খুঁজেছেন তিনি। অনেক খোঁজার পরও মায়ের কোন সন্ধান না পেয়ে নিখোঁজ মায়ের সন্ধান পেতে অশ্রুসিক্ত চোখে গণমাধ্যমকর্মীর কাছে সাহায্য চেয়েছেন তিনি।

মায়ের নিখোঁজ হওয়ার কারণ জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, নিখোঁজের দিন দুপুর অনুমান ১২টায় তার বাড়িতে কোন সদস্য না থাকায় তার বৃদ্ধা মা 'উধাও' হয়ে যায়। কোথায় চলে গেছে, না গেছে তারা কিছুই জানে না কেউ। পরবর্তিতে অনেক খোজাখুঁজি করলেও আর সন্ধান মেলেনি।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের উপর আস্থা আছে তার। তিনি বিশ্বাস করেন গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় নিখোঁজ হওয়া মাকে ফিরে পেতে পারেন আইজুল ইসলাম।

নিখোঁজের সন্ধান জানাতে: ০১৭২৩৮৯০৪১৪ (আইজুল ইসলাম) এই নাম্বারে ফোন দেওয়ার অনুরধ জানানো হয়েছে। নিখোঁজের ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ১৪ জানুয়ারি ২০১৯ একটি সাধারণ ডায়েরি করেন আইজুল ইসলাম। নং- ৫৪৩।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, নিখোঁজের ব্যপারে সন্ধানের জন্য প্রশাসনের তরফ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রাহণ করা হবে।

Bootstrap Image Preview