Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২১ জানুয়ারি নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিধি অনুযায়ী, সেই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে বিগত সময়ের মতো সেদিনও বাংলাদেশ সচিবালয়ে বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ ব্রিফ করা হবে।

গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

পরে ৭ জানুয়ারী গঠিত হয়ে শপথ পড়ানো হয় ৪৬ জনের মন্ত্রিপরিষদ সদস্যদের। যেখানে মন্ত্রী ছিল ২৪ জন, প্রতিমন্ত্রী ছিল ১৯ জন এবং উপমন্ত্রি ছিল ৩ জন। এরপর এটাই তাদের প্রথম মন্ত্রিপরিষদ সভা হতে চলেছে।

Bootstrap Image Preview