Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরে মন্ত্রণালয়ে প্রকল্প নিয়ে বিশেষ বৈঠকে বসবেন সেতুমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview


সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চলমান প্রকল্প নিয়ে এক বিশেষ বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সভাকক্ষে এ বৈঠক হবে। সেতুমন্ত্রীর এটাই প্রথম কোনো বৈঠক যেখানে সব প্রকল্প পরিচালক ও জোনপ্রধানদের ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রকল্পের সবশেষ অগ্রগতি আর কবে শেষ হচ্ছে তার সময়সীমা ওই বৈঠক থেকে জানতে চাইবেন মন্ত্রী। আর যেসব প্রকল্প ঝুলন্ত তা শেষ করতে ওই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।তবে এর মধ্যে মন্ত্রী আলাদা আলাদাভাবে প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। নির্দেশনা দিয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে ডেকে প্রকল্পের সঠিক সময়সীমা এবং কাজের অগ্রগতির সবশেষ তথ্য জানবেন। কিছু বিষয়ে সমাধানে আসবেন তারা। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন কার্যকর, সড়কের ভূমি ইজারা নীতিমালাসহ অমীমাংসিত বিষয়গুলো।

সড়ক বিভাগের একজন কর্মকর্তা তথ্য থেকে জানা যায়, মূলত কাজের অগ্রগতি ও শেষ হওয়ার সময় অবগত হতে চান মন্ত্রী। পিছিয়ে থাকা প্রকল্পগুলোতে গতি জোরদার করতে চান। ওই সব প্রকল্পে ধীর গতির কারণ চিহ্নিত করে আনবেন সংশ্লিষ্টরা। এগুলো নিরবচ্ছিন্ন গতিতে শেষ করতে নির্দেশনা ও সিদ্ধান্ত নিয়ে যাবেন প্রকল্প পরিচালক।

এ সভা বিষয় নিয়ে মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অধীনস্থ দপ্তর, সংস্থা প্রধান, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পরিচালক, সওজ অধিদপ্তরের জোন প্রধানদের নিয়ে বৈঠক হবে। সেখানে মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন। সভা শেষে ব্রিফ করে জানাবেন মন্ত্রী।

সড়ক ও সেতু বিভাগে বাস্তবায়াধীন কয়েকটি প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ে শেষ না প্রকল্পের সংখ্যা বেশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। এর মধ্যে মেগা প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে। ঢাকা-সিলেট চারলেনসহ সড়ক ও জনপথ অধীদপ্তরের অধীনে বহু ঝুলন্ত প্রকল্প নিয়ে সিদ্ধান্তহীতায় বহু বছর কেটে গেছে। যা বাস্তবায়নে সরকার অতীতে প্রতিশ্রতি দিয়েছিল।

Bootstrap Image Preview