Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুর জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত গড়ে তুলবো: পানি সস্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী  একে এম এনামূল হক শামীম বলেন,সন্ত্রাস, মাদক ও চাদাবাজ মুক্ত শরীয়তপুর জেলা গড়ে তুলবো।

রবিবার দুপুরে নড়িয়া উপজেলা শহীদ মিনারে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আঃ ওহাব বেপারীর  সভাপতিত্বে সুধী সমাবেশে উপমন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনা শরীয়তপুরের মানুষকে সম্মান জানিয়ে আমাকে মন্ত্রী বানিয়েছেন এ জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় তিনি আরও বলেন দুর্নীতি মাদক ও চাদাবাজদের কোন ছাড় নেই। তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করছি। এদের ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে এতে যেন নিরিহ মানুষ কোন ভাবে হয়রানি না হয় সেদিকে নজর রাখতে বলেছেন তিনি।

উপমন্ত্রী বলেন আগামী ২ বছরের মধ্যে শরীয়তপুর জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ শেষ করবো। আমরা তিন এমপি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আধুনিক শরীয়তপুর ও শান্তির শরীয়তপুর গড়ে তুলবো। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নদী ভাংগন রোধের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে এক ইঞ্চি জায়গা ও ভাংতে না পারে সে জন্য কাজ শুরু হয়েছে। এ কাজ এই ভাবে চলবে।

এনামূল হক শামীম আরোও বলেন খালেদা জিয়া ও তারেক জিয়া দুর্নীতিবাজ। খালেদা জিয়া এতিমদের টাকা চৃুরি করে দন্ডিত হয়ে কারাবরন করছে। মানুষ দুনীতিবাজদের পছন্দ করে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক বক্তব্য রাখেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার,শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক অনল কুমারদে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমীন, পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাঢ়িসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

এরপূর্বে  উপমন্ত্রী নড়িয়ায় নদী ভাংগন কবলিত এলাকায় বেড়িবাধের কাজ পরিদর্শন করেন।

Bootstrap Image Preview