Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলোর ফেরিওয়ালা এখন ভোলায়

ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview


'প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' স্লোগানকে কার্যকর করার লক্ষে এবং শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে পল্লি বিদ্যুতের আলোর ফেরিওয়ালা নামে বিশেষ উদ্যেগ চালু করেছে পল্লি বিদ্যুৎ সমিতি।

রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার মিয়ারহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা পল্লি বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান। পরে ভ্যানটি দিনব্যাপী দৌলতখানের ভিবিন্নস্থানে গিয়ে নতুন গ্রাকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করে।

ভোলা পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বসার আজাদ জানান, এ ভ্যান গাড়িতে প্রয়োজনীয় মালামাল, মিটার এবং লাইনম্যানসহ বাড়ি বাড়ি গিয়ে ৫৫০ টাকা বিনিময়ে স্পট মিটারিং করে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় আলোর ফেরিওয়ালা ভ্যান গাড়ি চালু করা হবে। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন এবং পল্লি বিদ্যুৎ দালাল মুক্ত হবে।

আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রাহক মনোয়ারা বেগম জানান, পল্লি বিদ্যুৎ এর আলোর ফেরিওয়ালা নামে এ উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। আমি কয়েক মাস আগ থেকে টাকার অভাবে বিভিন্ন লোকের কাছে ধর্না দিয়েও বিদ্যুৎ আনতে পারিনি। কিন্তু আজকে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, বাড়িতে এসে দেখি বিদ্যুৎ আমাদের বাড়িতে হাজির। আমার কাছে বিষয়টি অভাবনীয়। কারণ ৫/৬ হাজার টাকা জোগার করতে না পারায় গত কয়েকে মাস ধরে ঘড়ে বিদ্যুৎ সংযোগ আনতে পারিনাই। আজ সেই বিদ্যুৎ মাত্র ৫৫০ টাকায় পেয়েছি এজন্য আমি বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই।

দৌলতখান উপজেলার বাসিন্দা মোঃ নুরুউদ্দিন ও হাজেরা বেগম জানান, মাসের পর মাস অপেক্ষা করেও দালালদের দৌরাত্মের কারণে আমরা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু আজ পল্লি বিদ্যুৎ বিভাগের মহতি উদ্যোগের কারণে মাত্র কয়েকশ' টাকায় বাড়িতে বসেই বিদ্যুৎ সংযোগ পেয়েছি। আশা করি ভবিশ্যতে পল্লি বিদ্যুৎ এর আলোর ফেরিওয়ালা কার্যক্রম চলমান থাকবে।

Bootstrap Image Preview