Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে বিষ দিয়ে ৫ মণ রেনু পোনা ধ্বংস

রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে ৫ মণ রেনু পোনা ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে পুকুরের মালিক জয়নব বানুবাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে।

শনিবার (১২ জানুয়ারি) উপজেলার ঘটঘটিয়া কৃষ্টপুর গ্রামের ১নং খতিয়ানে ৪৮/১২৫ নং দাগে ৩ একর ৬৬ শতাংশ জমির পুকুরে এ ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখিত আসামিগণ পুকুরের পাড় ঢলে দিয়ে তরল বিষ ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ মণ দেশীয় প্রজাতির মাছের রেনু পোনা ধ্বংস করে। এতে প্রায় পুকুর মালিকের ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়।

এ ব্যাপারে পুকুর মালিক জয়নব বানু জানান, আমি ও আমার স্বামী ৪০/৪৫ যাবৎ মাছ চাষ ও মাছের পোনা উৎপাদন করিয়া ভোগদখল করিয়া আসছি। চলতি মৌসুমেও বর্ণিত সম্পত্তিতে পোনা মাছের উৎপদান করে আসছি। পুকুরটি মাছ চাষে ও পোনা উৎপাদনে উপজেলা মৎস্য অফিস আমাকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করেছে।

তিনি জানান, এমতাবস্থায় বর্ণিত সম্পত্তিতে অভিযুক্তদের দাবি আছে বলে এমন অন্যায় ও ভিত্তিহীন দাবি করে পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ জানুয়ারি ২০১৯ বেলা আড়াইটার সময় এজাহারে উল্লেখিত ১নং আসামি সোহেল রানার হুকুমে বাকী ৩ জন আসামি পুকুরে অনধিকার প্রবেশ করে পুকুরের পাড় কেটে সেখানকার মৎস্য অফিস কর্তৃক সাইনবোর্ড উপড়ে ফেলে এবং আমাকে ও আমার স্বামীকে খুন করার হুমকি প্রদর্শন করে।

এ বিষযে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ জানান, পুকুরে বিষ দিয়ে মাছের রেনু পোনা ধ্বংসের ঘটনাটি সরেজমিনে তদন্ত করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই মৎস্য চাষীকে পরামর্শ দিয়েছি।

Bootstrap Image Preview