Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে অবৈধ পণ্য ঠেকাতে কেমিক্যাল ল্যাব

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধ পথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে কাস্টমস হাউজ বেনাপোলে রাসায়নিক পরিক্ষার অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জানুয়ারি) কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য খন্দকার আমিনুর রহমান ফিতা কেটে বেনাপোল কাষ্টমস হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্বোধন করেন।

এরপর তিনি আইসিপি চেকপোস্ট, স্ক্যানার এলাকা পরিদর্শন ও কাস্টমস হাউজের অফিসার্স ক্লাবে আলোচনা সভায়- কিভাবে সরকারের রাজস্ব বাড়ানো ও কাস্টমস্ হাউজের উন্নয়ন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন।

উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) উপ-সচিব প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস হাউজের এডিশনাল কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিযয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন, সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview