Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ চালের দাম বৃদ্ধি, সাধারণ ক্রেতাদের ক্ষোভ

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় চালের মৌসুম চলা সত্ত্বেও চাউলের দাম বাড়তে শুরো করেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫-১০ টাকা। হঠাৎ চাউলের দাম বৃদ্ধিতে বিরক্ত বোধ করছেন ক্রেতারা। বিক্রেতাদেরও হিমশিম খেতে হয় তাদের বেশি দামে চাউল বিক্রয় করতে।

সাধারণ মানুষের দাবি, হঠাৎ কোনো কারণ ছাড়াই পাইকারি ও খুচরা বাজারে বাড়তে শুরু করেছে চালের দাম অথচ প্রশাসন নীরব-নির্বিকার। সরকারের সঠিক মনিটরিং না থাকার কারণে প্রয়োজনীয় নিত্যপণ্য চালের দাম বিক্রেতা তাদের ইচ্ছা মতো বাড়িয়ে চলেছেন।

তবে আড়ৎদাররা জানান, কৃষক ভাইয়েরা ধান বিক্রি না করায় চালের দাম বেড়ে গেছে ও সরকারি খাদ্য গুদামে মৌসুমের চাল ক্রয় করা শুরু হয়েছে, এর কারণে বাজারে চালের দাম বেড়েছে।

রবিবার (১৩ জানুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ায় ধান কম বিক্রি করছেন। যার কারণে মিল মালিককরা ধান কিনতে পারছেন না। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বেড়ে গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন থেকে চালের দাম বেড়েছে। সরকারিভাবে চাল ক্রয় করায় বাজারে চালের দাম বাড়ছে। মোটা চাল কেজি প্রতি ৫-৬ টাকা বেড়েছে।

খুচরা ব্যাবসায়ীরা জানান, মোটা স্বর্ণা ২৯ থেকে বেড়ে ৩৫ টাকায়। বালাম-২৮ ৩৯ থেকে বেড়ে ৪৫ টাকায়। মিনিকেট ৪৮ এখন ৫৮ টাকা, বাসমতি বিক্রি হয়েছে ৬০ টাকা থেকে ৬৮ টাকা। ইরি আতপ ২৫ থেকে ৩০ টাকায় বেড়েছে। মিল মালিকরা চাউল মজুদ করে চাউলের দাম বৃদ্ধি করছে। এদিকে নতুন বছরের শুরুতে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

এক ভ্যানচালক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সারা দিন ভ্যান চালিয়ে ২০০-৩০০ টাকা রোজগার করি নুন আনতে পানতা ফুরায় সংসারে । হঠাৎ করে  চালের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বার যদি আমরা ভাড়া বেশি চাই তাহলে যাত্রীরা আমাদের ধমক দাই এভাবে যদি  চালের দাম বাড়তে থাকে আমরা বিপদে পড়ে যাবো।

অপর এক ক্রেতা বলেন, নানা কারণ, নানা অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম  হঠাৎ বাড়াটা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, বরং কোনো জিনিসের দাম না বাড়লে অস্বাভাবিক মনে হয়। সরকার নির্বাচনের কয়েক মাস আগে চালের দাম কিছুটা স্থিতিশীল এনেছিল আমরা স্বস্তি পেয়েছিলাম। এখন নতুন করে আবার ক্ষমতা আসার পর আশা করছি চালের দাম আবার কমাবে, কিন্তু কমা কথা ধুরে থাক সীমার বাহিরে বাড়তে শুরো করেছে। সাধারণ ক্রেতারা সরকারের কাছে চালের দাম বৃদ্ধির কারণ খুঁজে তার সমাধান করার দাবি জানিয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, সরকারিভাবে চাল ক্রয় করা হলে বাজারে তার একটু প্রভাব পড়ে। এতে চালের দাম একটু বাড়ছে। ধান ব্যাবসায়ী ও মিল মালিকদের কাছে ধান আটকা থাকায়ও চালের বাজারে প্রভাব পড়েছে তবে কিছুদিন মধ্যে চাউলের বাজার সমতায় আসবে।

Bootstrap Image Preview