Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী-৪ আসনের নব-নির্বাচিত সাংসদকে সংবর্ধনা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


শপথ গ্রহণের পর নির্বাচনী এলাকায় এসে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের নব নির্বাচিত সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব।

গতকাল শনিবার বিকেলে তিনি কলাপাড়া এসে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী স্বাগত মিছিলে মুখরিত করে তোলে নতুন বাসস্ট্যান্ড এলাকা। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ. বারেক মোল্লা, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও এর সকল ইউনিট থেকে আগত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের শ্রদ্ধা আর ভালবাসায় আমি অভিভূত। আপনারা যে বিজয় মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন তার প্রতিদান তিনি আবারো আপনাদের দিবেন। তিনি বলেন, আমি আপনাদের একজন সেবক মাত্র। আমার বিজয়ের জন্য বিশেষ করে নৌকার বিজয়ের জন্য আপনারা অক্লান্ত শ্রম দিয়েছেন। আমি তা ধরে রাখার চেষ্টা করব। আপনাদের সাথে নিয়েই বঙ্গবন্ধুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার পথে চলব।

এরপরে সন্ধ্যায় তার নিজ জন্মভূমি ধুলাসরের বাবলাতলা পৌঁছালে হাজারো নারী-পুরুষ স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ। 

ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলহাজ জালাল উদ্দিন কলেজ মাঠে তাকে এক বিশাল সংবর্ধনা দেয়া হয়। ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি পত্নী আলহাজ জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কুয়াাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ধুলাসর ইউপি চেয়ারম্যান জলিল মাস্টার, ডাবলুগজ্ঞ ইউপি চেয়ারম্যান আ. সালাম শিকদারসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান।

এসময় সমবেত সকল শ্রেনী পেশার সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আজ  থেকে আমি পটুয়াখালী-৪ আসনের দলমত র্নিবিশেষে সকল মানুষের প্রতিনিধি। আপনার যে বিজয় আমাকে দিয়েছেন তার মূল্যায়ন আমি ধরে রাখবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগের দিন ভুলে যান। সন্ত্রাস, মাদক, সালিশ বাণিজ্য থেকে দূরে থাকুন। এসব করে আওয়ামী লীগের অর্জিত উন্নয়নকে কেউ ম্লান করলে ক্ষমা করা হবে না। তিনি আরো বলেন, রাতে মাদক নিবেন আর দিনে আওয়ামী লীগের নেতা সেজে উন্নয়নের অংশীদার সাজবেন তা হবে না।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। 

Bootstrap Image Preview