Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে রেলশ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলশ্রমিক ইউনিয়ন পার্বতীপুর শাখা সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুকবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনের পার্বতীপুর শাখার নেতা রাজকুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক সময়ের তুখোড় শ্রমিক নেতা প্রদীপ দত্ত।

অন্যান্যদের মধ্যে সাবেক সিপিবি নেতা সাংবাদিক আবদুল কাদির, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান কারী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক কামাল উদ্দীন খান, সদস্য আমজাদ হোসেন, আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রদীপ দত্ত বলেন, এক সময় রেলওয়ে শ্রমিক ইউনিয়ন রেলে সবচেয়ে বড় সংগঠন ছিল। রেল শ্রমিকদের নানা সমস্যায় এবং রেল কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে এ সংগঠন সোচ্চার থেকেছে। তিনি শ্রমিক ও রেলের স্বার্থে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

সাংবাদিক আবদুল কাদির বলেন, এরশাদ ও খালেদা জিয়ার সময় সোনালী করমর্দন (গোল্ডেন হ্যান্ডশ্যাক) দিয়ে শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এর ফলে রেলের জনবল সংকট দেখা দেয়। শ্রমিক কর্মচারী অভাবে রেলপথ সংকোচন করা হয়।

এ সময় আত্রাই উপজেলার আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি ওহিদুর রহমানকে আহ্বায়ক করে রেলযাত্রী কল্যাণ পরিষদ গঠন করে রেলের সমস্যার কথা তুলে ধরা হয় জনসম্মুখে।

মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান কারী বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ হলদীবাড়ি রেল কলোনীতে একজন রেল শ্রমিক ও তার পরিবারকে হত্যা করে পাক সৈন্যরা। দীর্ঘ ৯ মাস অসংখ্য রেলকর্মচারী ও তাদের পরিবারকে পাকি সৈন্যরা হত্যা করে।

রেল শ্রমিক ইউনিয়ন নেতা কামাল উদ্দীন খান সংগঠনকে শক্তিশালী করে রেল অঙ্গনে বিরাজমান অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সকলকে শক্ত অবস্থান গড়ে তোলার আহ্বান জানান।

Bootstrap Image Preview