Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তীব্র শীতে গরমের খোঁজ 

সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:১৩ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:১৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। গরমের খোঁজে লেপ, তোষক, সোয়েটারের দোকানে ভিড় করছে সবাই। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও।

শীতকে কেন্দ্র করে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, কোম্পানীগঞ্জ, সদর-সুবর্ণচর উপজেলায় গড়ে উঠেছে গরম কাপড়ের অসংখ্য দোকান। শীতের তীব্রতা বাড়ায় এসব দোকানে লেপ, তোষকসহ অন্যান্য গরম কাপড়ের দামও বেড়েছে।

চৌমুহনী শহরের তমিজ উদ্দিন নামের এক ক্রেতা জানান, গত কয়েকদিনে এই জেলায় শীতের তীব্রতা বেড়েছে। তাই লেপ, কম্বল কিনতে এসেছি। সুযোগ বুঝে ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিয়েছে।

লেপ তৈরির কারিগর মো. পারভেজ বলেন, বছরের সাত মাস আমাদের কাজ কম থাকে। শীত এলে লেপ, তোষক বিক্রি বাড়ে। আমাদের কাজও বাড়ে। অনেকেই অর্ডার দিয়ে লেপ, তোষক বানিয়ে নিচ্ছেন। তাই ব্যস্থ সময় কাটছে আমাদের।

চৌমুহনী বাজারের বিসমিল্লাহ বেডিং হাউজের মালিক বলেন, কয়েকদিনের তীব্র শীতে আমাদের বিক্রি বেড়েছে। লেপ, তোষকের অনেক অর্ডার পাচ্ছি। গত বছরের চেয়ে তুলা ও কাপড়ের দাম বাড়ায় লেপ, তোষক তৈরিতে খরচও বেড়েছে। তাই দাম কিছুটা বেড়েছে, তবে এখন পর্যন্ত বেচাকেনা ভালো। 
 

Bootstrap Image Preview