Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে পাশে রেখে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের নির্দেশ দিলেন বদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১০:১১ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি। এ সময় তার পাশে ছিলেন বদির স্ত্রী নব নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার।

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফে বদির স্ত্রী সংসদ সদস্য শাহীন আক্তারের সংবর্ধনা অনুষ্ঠানে এই আল্টিমেটাম দেন বদি। এর জন্য ৫ দিনের সময় দিয়ে আল্টিমেটামও দেন বদি।

ইয়াবা ব্যবসায়ীদের উদ্দেশে আবদুর রহমান বদি বলেন, মা-বাবা, স্ত্রী-সন্তানদের কথা চিন্তা করে আপনারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত থাকুন। টেকনাফের ইয়াবার বদনাম ঘুচাতে হবে।

বদি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের সংশোধনের জন্য সরকার একটি সুযোগ দিতে চায়। যদি ইয়াবা ব্যবসায়ীরা সরকারের কাছে আত্মসমর্পণ করে তবে তাদের অপরাধ শর্ত সাপেক্ষে সরকার বিবেচনা করবে। অন্যথায় কোনো ইয়াবা ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এই ইয়াবা আমার নিজের জন্য ও টেকনাফের সাধারণ মানুষে জন্য কলঙ্ক হয়ে এসেছে। বিনা দোষে তাদের এই দুর্নামের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। টেকনাফকে সম্পূর্ণ ইয়াবামুক্ত করতে আমি প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।

এ সময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফের) নবনির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার বক্তব্য দেন। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Bootstrap Image Preview