Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যতিক্রমী মানবতার দেয়াল

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল ব্যতিক্রমী মানবতার দেয়াল নির্মাণ করে সাড়া ফেলেছে তারুণ্য-১৮'র ১৮ শিক্ষার্থী। প্রচণ্ড শৈতপ্রবাহে যখন কাঁপছে দেশ, দুর্ভোগে এলাকার ছিন্নমূলের মানুষ, এ সময়ে যশোর বেনাপোল মহাসড়কের পাশেই জনসম্মুখে উন্মুক্ত স্থানে দেয়ালে লেখা হয়েছে মানবতার দেয়াল।

এক পাশে লেখা হয়েছে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান। আর অন্যপাশে লেখা হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। বাসাবাড়িতে বা ব্যবস্যা প্রতিষ্ঠানে থাকা পুরানো ও অপ্রয়োজনীয় শীতবস্ত্র ও আসবাপত্র স্বেচ্ছায় মানবতার দেয়ালে রেখে যাচ্ছেন স্থানীয়রা। এসব বস্ত্র মনের আনন্দে নিয়ে যাচ্ছে পথচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপকার করতে পারায় খুশি অনেকে।

আব্দুল জব্বার, মরিয়ম বেগম এবং আবদার হোসেন জানান, বাড়িতে অনেক ভাল ভাল পোষাক নষ্ট হয়ে যায়। ছোট হয়ে যায় অনেক জামা-কাপড়। অনেক আসবাপত্র ও বস্ত্র তারুণ্য ১৮'র আহব্বানে সাড়া দিয়ে মানবতার দেয়ালে রেখে যেতে পেরে ভাল লাগছে। অনেকেই দিচ্ছেন সাড়া।

মানবতার দেয়ালে সাড়া দিয়ে শুক্রবার আলোচনা সভা করেছে এলাকার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রহিম, কাউন্সিলর আহাদুজামান বকুল, সাংবাদিক মসিয়ার রহমান, আজিজুল হক, স্থানীয় ফজলুর রহমান, এয়াকুব আলী, নাসির উদ্দিন প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী বেনাপোল বড়আচড়া গ্রামের রোমিও হাসান হিরোর আহ্বানে তারুণ্য ১৮'র উদ্যোগে সমমনা ১৮ জনকে নিয়ে গঠন করা হয় 'মানবতার দেয়াল তারুণ্য ১৮ কমিটি'। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে সদস্য। প্রচারণা সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় জিনিষপত্র।

বেনাপোল রিপোটার্স মাল্টিপারপার্স সমিতি ও জিওসি সমবায় সমিতির সহযোগিতায় বেনাপোল বাজার-বন্দর এলাকা ও সীমান্ত এলাকায় ৩টি স্পটে নির্মিত হয়েছে মানবতার দেয়াল। যা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান স্বেচ্ছাসেবী এ কর্মকাণ্ডটি। বস্ত্র দিতে ও নিতে পেরে খুশি গ্রহিতাসহ এলাকার মানুষেরা।

ভ্যানচালক, ট্রাকচালক ও এক শ্রমিক বলেন, এমন ধরনের পোষাক কেনার সমর্থ নেই তাদের। রাস্তার ধারে খোলামনে পছন্দের পোষাক নিতে পেলে খুবই খুশি লাগছে তাদের।

তরুণদের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সর্বসাধারণ। তারা দেশব্যাপী মানবতার দেয়াল ছড়িয়ে দেওয়া প্রয়োজন মনে করে এ কর্মকাণ্ড খুশি হয়ে সহযোগিতা করতে চান তারা।

বেনাপোল মানবতার দেয়াল তারুণ্য ১৮'র কমিটি সাধারণ সম্পাদক রোমিও হাসান হিরো বলেন, দেশে বৈরী আবহাওয়া বইছে, এ জন্য মানবতার দেয়াল কাজে আসবে, কমবে ধনী গরিবের বৈষম্য। ৩টি স্পটে মানবতার দেয়াল থেকে অসহায় মানুষেরা পাচ্ছে তাদের আসবাপত্রের সন্ধান। মানবতার এ উদ্যোগটি আলো হয়ে ছড়িয়ে পড়ুক দেশব্যাপী। জয় হোক তারুণ্যের, এ আশা নিয়েই এগিয়ে যেতে চান উদ্যোক্তরা।

Bootstrap Image Preview