Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষের ৬ লাখ টাকাসহ হাতেনাতে রাজস্ব কর্মকর্তা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (আরও) নাজিম উদ্দিন  ঘুষের ছয় লাখ টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।

তিনি জানান, গোপন খবর পেয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালানো হয়। এ সময় রাজস্ব কর্মকর্তা (আরও) নাজিম উদ্দিনের অফিসের আলমারি থেকে ঘুষের ছয় লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দুদক জানায়, দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন–১০৬) অভিযোগ আসে যে সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্য হচ্ছে।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনার নির্দেশ দেন।

Bootstrap Image Preview