Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আচারের লোভ দেখিয়ে শিশুকে বলৎকার, মামলার অভিযোগপত্র দাখিল

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় আচারের লোভ দেখিয়ে ৪ বছরের ছেলে শিশুকে বলৎকার মামলার আসামি ব্যবসায়ী আবু সাঈদের (৫০) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে দিকে ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আবু সাঈদ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আবু সাঈদের বাড়ির আঙ্গিনায় একটি মুদিখানার দোকান রয়েছে। শিশুটির হতদরিদ্র পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করেন। গত ২০১৮ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে শিশুটি আবু সাঈদের দোকানে আচার কিনতে যায়। তখন আবু সাঈদ বিনা টাকায় আচার দেওয়ার কথা বলে দোকানের সাথেই লাগানো শয়ন কক্ষে নিয়ে শিশুটিকে বলৎকার করে।

এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটির অবস্থার অবণতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০১৮ সালের ২৫ জুলাই ব্যবসায়ী আবু সাঈদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ব্যবসায়ী আবু সাঈদ পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বলেন, শিশুটিকে ডাক্তারী পরীক্ষায় (মেডিকেল রিপোর্ট) বলৎকারের প্রমান মিলেছে। এ ছাড়া মামলাটি তদন্ত করে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি আবু সাঈদের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করা হয়েছে।

Bootstrap Image Preview