Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জ্যামে বিরক্ত পলক, অফিসে গেলেন হেটেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


এবারের মেয়াদে মন্ত্রী হিসেবে নিযুক্ত হবার পরে হেলমেট ছাড়া বাইকে চেপে অফিসে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকল সমালোচনা মাথা পেতে নিয়ে এবার পায়ে হেঁটে অফিসে গিয়েছেন। জানা যায় রাজধানীর রাস্তায় তীব্র যানজট এড়াতে বৃহস্পতিবার সকালে পায়ে হেটেই অফিসে যান তিনি।

প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।

নাজমুল হক বকুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সমালোচনার করার জন্য আপনাদের একটা হেলমেট বিহীন ছবিই যথেষ্ট, যদিও ফিরতি পথে তিনি ঠিকই হেলমেট জোগাড় করে পরেছিলেন সেটা আপনাদের কাছে বিবেচ্য নয়৷ মানুষটা আপনাদের সমালোচনাকে শ্রদ্ধা করেন।’

তিনি আরো লেখেন, ‘ঢাকা শহরের জ্যাম রাতারাতি দূর করা সম্ভব না। অফিসে নির্ধারিত সময়ে পৌঁছানোর দায়বদ্ধতা আছে। উনি রাজপথ এবং তৃণমূল থেকে এই পর্যন্ত এসেছেন, কিন্তু কখনই নিজেকে শেকড় থেকে বিচ্ছিন্ন করেননি৷’

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দ্রুত যেতে মোটরসাইকেলে উঠেন প্রতিমন্ত্রী। সে সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে সেই ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’। তবে আইনপ্রণেতা হয়েও হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

উল্লেখ্য, হেলমেড ছাড়া বাইকে চেপে অফিস যাওয়া নিয়ে সাধারণ মানুষের সমালোচনা গ্রহণ করে এই প্রতিমন্ত্রী ইতমধ্যে নিজের ভুলের কথা স্বীকার করে ‘অনুতপ্ত’ হয়েছেন বলেও জানান।

Bootstrap Image Preview