Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসক সংকটে পাঁচবিবির স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে লাখো মানুষ

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


চিকিৎসক সংকটে ভুগছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর ফলে মানসম্মত সু-চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কয়েক লাখ মানুষ। ২০০৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা হয়। পরে ২০১০ সালের ১ জুন থেকে ৫০ জন রোগীর পথ্য অনুমোদন পায় হাসপাতালটি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদ হোসেন জানান, অত্র হাসপাতালে সকল বিভাগ মিলে চিকিৎসক পদের সংখ্যার রয়েছে ১৭টি যার বর্তমানে চিকিৎসক আছে ৬টি। হাসপাতালে নেই কোন আল্ট্রাসনোগ্রাম মেশিন ও লোকবল।

এছাড়াও হাসপাতালে ২টি এক্স-রে থাকলেও আগে থেকে একটি বিকল হওয়ায় অপর একটি মেশিন দিয়ে কাজ চালিয়ে গেলেও বেশ কিছুদিন থেকে সেটিও নষ্ট হয়েছে। তবে এসব বিষয়ে উপর মহলে সব রকম তথ্য পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে হাসপাতালে নেটওয়ার্ক সমস্যার কারণে হাসপাতালের ইমার্জেন্সি নাম্বারে ফোন করেও সবসময় যোগাযোগ করতে না পারায় ভোগান্তিতে পরতে হয়। এ নিয়ে সকল অপারেটর কর্মকর্তাদের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কোন লাভ হয়নি।


 

Bootstrap Image Preview