Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী ১২ জানুয়ারি আ’লীগের যৌথসভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আগামী শনিবার (১২ জানুয়ারি) এক যৌথসভা আহ্বান করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এটা প্রথম সভায় অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বার এবং দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

যৌথসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Bootstrap Image Preview