Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, জাতি তাদের প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর সততা ও সাহসের সে দৃষ্টান্ত আমরা ধারণ করবো। এছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো।'

বিএনপি ও ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে সেতুমন্ত্রী বলেন, 'জনগণ তাদের প্রত্যাখান করেছে। আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।'

এর আগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যদেরও অনেকে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview