Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৗেহালীতে দুর্নীতি দমন কমিশন'র উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'দুর্নীতি দমন কমিশন' এর উদ্যোগে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে 'সততা স্টোর'   বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৯ জানুয়ারী) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দুর্নীতি দমন কমিশন এর বাস্তবায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় 'সততা স্টোর' উদ্বোধন করা হয়েছে।

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ছাত্র-ছাত্রীদের সব সময় সত্য কথা এবং দুর্নীতির উর্দ্ধে থেকে সততা ও নিষ্ঠার সাথে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কখনও অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।  

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক (অঃদাঃ) মোঃ আতিকুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচলক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাস্টার, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাভাপতি আলহাজ্ব আঃ আলিম, সহ সভাপতি ডাঃ আঃ হালিম, খাষকাউলিয়া কে. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন আহম্মদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফসহ শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

এ সময় সকল ছাত্রীদের মধ্যে স্কেল, খাতা ও শ্রেষ্ঠ ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

 

Bootstrap Image Preview