Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সাথে ছিলেন।

বুধবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেন শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

আজ সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। এছাড়া সকাল সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবন থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন মন্ত্রিসভার সদস্যরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে জানা যায়, টুঙ্গিপাড়ায় পৌঁছে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকসদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আরও বেশি নিরাপত্তা জোরদার করা হবে।

Bootstrap Image Preview