Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. কামালের বাসায় বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর বেইলি রোডে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা বৈঠকে বসেছেন।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এ বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু।

বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে নতুন ধরণের কর্মসূচির ব্যাপারে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছে ঐক্যফ্রন্টের একটি সূত্র। তবে কোনো কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানা গেছে একই সূত্র থেকে।

জোটের এক নেতা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ গ্রহণের ব্যাপারেও আলোচনা হতে পারে বৈঠকে।

জোটসূত্রে জানা গেছে, জোটের ঐক্য যাতে বজায় থাকে সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টিও প্রাধান্য পাবে বৈঠকে।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত আছেন জোটটির মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার।

Bootstrap Image Preview