Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই বিতরণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা শহরের সুয়ালকে অবস্থিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের বিভিন্ন শ্রেনির ১০ জন নিবাসীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের ব্রেইল পাঠ্যবই ও ইলেকট্রনিক্স টকিং ডিভাইজ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।

এ সময় জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিল্টন মুহুরী ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদারসহ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ব্রেইল বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। দেশের সম্পদ, তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা হলে তারা দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দিতে পারবে। পরে জেএসসি/জেডিসি ও পিইসি পরীক্ষার্থীদের ভাল ফলাফল করায় তাদেরকে মিষ্টি বিতরণ করেন।

Bootstrap Image Preview