Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৩ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার বিকেলে শেষ হয়।

পৌর স্টেডিয়াম মাঠে বিভিন্ন খেলায় অংশ্রগহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিভাষ চন্দ্র বর্মন, বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview