Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসে করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলেন মন্ত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


মন্ত্রিসভার নতুন ৪৬ সদস্য নিজেদের গাড়ি রেখে রেখে বাসে করে সাভারের সৃতিসৌধে গিয়ে  শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে আবার সেখান থেকে বাসেই সংসদ ভবনে এসে নামেন তারা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ধানমন্ডি-২৩ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাসে করে সাভার স্মৃতিসৌধে যান।

নতুন মন্ত্রিসভার সদস্য শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবাই চারটি বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আবার বাসেই ফিরেছি।’

তিনি আরও জানান, ‘বুধবার আমরা একইভাবে বাসে করে টুঙ্গিপাড়া যাবো এবং আসবো।’

প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে শেখ হাসিনার সঙ্গে শপথ নেন তার নতুন সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনে বেশিরভাগ পুরনো নেতাদের বাদ দিয়ে এক ঝাঁক নতুন মুখ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview