Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়েছেন: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। তিনি সঠিক লোকই নির্বাচিত করেছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের যেটা ফোকাস, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করবো, সেটাই অঙ্গীকার।

শরিকদের মন্ত্রিত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নাই। সবে একটা সভা হল। মেনন বা ইনু, মন্ত্রিসভায় অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিশাফল হবে। পর্যায়ক্রমে সম্প্রসারণ হবে। সেটাই স্বাভাবিক।

তিনি আরো বলেন, জোটের কোনো শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে। ‘টানাপোড়েন নাই। ভুল বোঝাবুঝি আছে। ঠিক হয়ে যাবে। কারণ তারা দুঃসময়ের সঙ্গী।’

কাদের বলেন, আমাদের অনেকে বাদ পড়েছেন। এটা বাদ নয়, দায়িত্বের পরিবর্তন করা হয়েছে। তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। দলের দায়িত্ব ভালোভাবে পালন করবেন।

Bootstrap Image Preview