Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে দুই শতাধিক পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে দুই শতাধিক পথ শিশুদের মাঝে শীতবস্ত্র  বিতরণ করেছে ছাত্রলীগ।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনে ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে হতদরিদ্র বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সরকারি 
জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহবুব প্রভা, সহ-সভাপতি রুপা রায়, সাধারণ সম্পাদক শারমিন সান্তা, সহ-সম্পাদক বর্ষারাণী দাস, অর্থ সম্পাদক আছিয়া আক্তার সূচনা, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রচার সম্পাদক তাহমিনা রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া বিনতে বাশার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পূরবী আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক শাবজানা আফরিন, গ্রন্থ বিষয়ক সম্পাদক মোছাঃ রোজা প্রমুখ।

প্রচন্ড শৈত্যপ্রবাহে শীতবস্ত্র হাতে পেয়ে শীতার্থরা উদ্যোগকারীদের মঙ্গল কামনায় আল্লাহ দরবারে দোয়া করেন।

সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহবুব প্রভা সাবিহা জানান, দরিদ্র পথশিশুদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সারা মাস জুড়েই অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তবানদের যার যার অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত এসব অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো.আলাল উদ্দিন বলেন, প্রচন্ড শীতে সংগঠনটির শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এসব কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহী হয়ে সমাজের অন্যান্য মানুষও এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Bootstrap Image Preview