Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রীর ঝুলিতে যোগ হলো যেসব রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সব থেকে বেশি বার রষ্ট্র ক্ষমতায় থাকা এবং নিজের রাজনৈতিক দলের প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়া নারী নেত্রী হিসেবে বিশ্বে ক্ষমতাধর নারীদের ‘এলিট ক্লাবে’ অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আরও একটি রেকর্ড গড়লেন আওয়ামী লীগের ৩৮ বছরের এই সভানেত্রী আবার সবচেয়ে বেশি সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা থাকার রেকর্ডও গড়েছেন তিনি।

আজ সোমবার ০১-০৭-২০১৯ তারিখে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ রেকর্ডটি গড়েন তিনি।

তা ছাড়া টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকার এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯৯৬ সালের ২৩ জুন প্রধান বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫ বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০৮ থেকে ২০১৪, ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে দুই বারে ১০ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আর আজ ৭ জানুয়ারি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

বাংলাদেশে পরপর তিন বার প্রধানমন্ত্রী হওয়ার এবং ৪ বার প্রধানমন্ত্রী থাকার নজির আর কারও নেই।

বিরোধীদলীয় নেতা

বাংলাদেশের তিনটি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ১৯৮৬ সালে তৃতীয় সংসদে,১৯৯১ সালে পঞ্চম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, এবারের মন্ত্রিপষদে মোট জন সদস্য আলাদা আলাদা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রী নিজে দেখছেন ছয়টি মন্ত্রণালয়। আজ সোমবার নব্য গঠিত এই মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

Bootstrap Image Preview