Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রী না হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের ‘সান্ত্বনা’ দিলেন নুরুল ইসলাম নাহিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘আমি ১০ বছর দায়িত্বে ছিলাম। নতুনদের জায়গা দিতে আমাদের সরতে হয়েছে। এটাই জগতের নিয়ম এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। তবে আমি মন্ত্রী হইনি বলে আপনারা বিচলিত হবেন না কিংবা ভেঙে পড়বেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।

সিলেটে নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে আজ সোমবার দুইবারের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

তরুন ও মেধাবীদের জন্যে সুযোগ তৈরী করে দেওয়ার কথা উল্লেখ করে আরও বলেন, যোগ্য হলেও আজীবন দায়িত্ব পালন করা যায় না। পুরনোরা না সরলে নতুনদের কিভাবে জায়গা হবে? বিগত মন্ত্রিসভার অধিকাংশ বাদ পড়েছেন। এ জায়গায় তরুণ মেধাবীরা স্থান পেয়েছেন। তাদের নিত্যনতুন দৃষ্টিভঙ্গি ও বাস্তবিক চিন্তাভাবনা উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

বিদায়ী শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা তো (বাদ যাওয়া সিনিয়র মন্ত্রী) এমপি হিসেবে সংসদে আছি, দলেরও দায়িত্বে আছি। নতুনরা এগিয়ে যেতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি দেশ জাতি ও শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি দেশকে এগিয়ে নিতে যোগ্যতাসম্পন্ন ও তারুণ্যনির্ভর মন্ত্রিসভা গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে টানা তিনবার জয়ী হওয়া এবং সর্বমোট চারবারের সংসদ সদস্য ও টানা ১০ বছর সফলতার সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রিত্ব পালনকালিন তিনি নানাভাবে আলোচনায় আসেন।

Bootstrap Image Preview