Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমান প্রতিমন্ত্রী হলেন হবিগঞ্জের সন্তান মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী (এমপি)।

আজ রবিবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহবুব আলী। যিনি সিলেটের সংসদীয় আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়া সংসদ সদস্য।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ড. আহমদ আবদুল কাদের পান ৪৬ হাজার ১৮৩ ভোট।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী মাহবুব আলী ১৯৬১ সালের ১৭ জুলাই তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক এমপি প্রয়াত মাওলানা আসাদ আলী এবং মা হুছনে আরা বেগম।

Bootstrap Image Preview