Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন বান্দরবানের সন্তান বীর বাহাদুর 

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিপুল ভোটে আওয়ামী লীগ থেকে জয়লাভ করার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবার মন্ত্রণালয়টির পূর্ণমন্ত্রী হচ্ছেন।

আজ রবিবার বিকেলে মন্ত্রী পরিষদ তাকে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করবেন বলে জানা গেছে।

এই ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস বাসু দাশ বলেন, আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আগামীকাল পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য ফোন পেয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি।

উল্লেখ্য, বীর বাহাদুর উশৈ সিং ১৯৬০ সালের ১০ জানুয়ারী বান্দরবান পার্বত্য জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লালমোহন বাহাদুর এবং মাতার নাম মা চয়ই।

ছাত্র জীবনেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্র জীবনে তিনি বান্দরবান ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৯ সালে বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯২ সালে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Bootstrap Image Preview