Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারের সন্তান শাহাব উদ্দিন বন ও পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার সদর প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


সাবেক মন্ত্রী এম. সাইফুর রহমান ও মহসীন আলী হারানোর ক্ষত ঢাকতে চেয়েছিল মৌলভীবাজারবাসী। নতুন মন্ত্রীসভায় মৌলভীবাজারের তিন হেভিওয়েটের মধ্যে যে কেউ থাকবেন এমন প্রত্যাশাও ছিল জেলাবাসীর। শেষ পর্যন্ত সে স্বপ্ন পূরণ হল।  মৌলভীবাজার-১ আসনের চারবারের সাংসদ মো. শাহাব উদ্দিনকে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রবিবার বিকেলে মন্ত্রী পরিষদ তাকে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করবেন বলে জানা গেছে।   

এবার এ জেলার কিংবদন্তী এ দুই রাজনীতিবিদ এম. সাইফুর রহমান (সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী) এবং সৈয়দ মহসিন আলী (সাবেক সমাজকল্যাণ মন্ত্রী) পর এবার উন্নয়নের হাল ধরবেন শাহাব উদ্দিন।

এদিকে শাহাব উদ্দিন বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন-এমন খবরে তাঁর নির্বাচনী এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।  তার হাত ধরে মৌলভীবাজারে কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে বলে আশাপ্রকাশ করছেন মৌলভীবাজারের মানুুষ।

সাংসদ মো. শাহাব উদ্দিন বর্তমানে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করেন। এর কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হুইপ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview