Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ ভবনেই 'ছোট ভাই' আশরাফকে বিদায় জানালেন 'বোন' শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ভাই সৈয়দ আশরাফুল ইসলামকে জাতীয় সংসদ ভবনে শেষ বিদায় জানালেন।

সৈয়দ নজরুল ইসলাম আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলটির সভাপতি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দীর্ঘদিন এক সাথে আন্দোলন করেছেন তারা।

তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের মধ্যে গড়ে উঠে ভাই-বোনের সম্পর্ক। আজ সেই ছোট ভাই সৈয়দ আশরাফুল ইসলামকে সংসদ ভবনেই চির বিদায় জানালেন বড় বোন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানান।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নেতার প্রথম নামাজে জানাযা শেষে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা জানান।

পরে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কফিনে আরেকবার শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

তিনি সেখানে সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

বর্তমান রাজনৈতিক অঙ্গনের একজন শ্রদ্ধাভাজন বিনম্র রাজনীতিক, জনপ্রশাসনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Bootstrap Image Preview